spot_img

মেসি ম্যাজিকে মায়ামির বড় ব্যবধানে জয়

অবশ্যই পরুন

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল দিয়েছেন, গড়েছেন ইতিহাস। দলও জিতেছে তার নৈপুণ্যে। মাঝে এক ম্যাচে পাননি গোলের দেখা, দলও পায়নি জয়ের ছোঁয়া। তবে আজ রোববার (২০ জুলাই) আবারও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দলও জিতেছে বড় ব্যবধানে। নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

এদিন অবশ্য শুরুতেই ঝলক দেখায় স্বাগতিক নিউইয়র্ক রেডবুলস। মাত্র ১৫ মিনিটেই আলেক্সান্ডার হ্যাকের গোলে১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে, ম্যাচে ফিরতে সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে সতীর্থ আলবাকে কয়েকজনের মাঝখান দিয়ে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি, আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে স্প্যানিশ লেফটব্যাক সেটি জালে জড়ান।

মিনিট দুয়েক পরই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় ফ্লোরিডার ক্লাবটি। এবারও মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।

মেসি প্রথম স্কোরবোর্ডে নাম তোলেন ৬০ মিনিটে। সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। ১৫ মিনিট বাদেই বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

সর্বশেষ সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসহও মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার (১৭ আগস্ট) একনেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ