spot_img

‘ষড়যন্ত্র করে চোরাই পথে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করলে, জণগণ তা মানবে না’

অবশ্যই পরুন

গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মিটফোর্ড হত্যকাণ্ডকে দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে, তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জণগণ তা মেনে নিবে না। দেশের মানুষের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

মিটফোর্ড হত্যকাণ্ড প্রসঙ্গে জাহিদ বলেন, এ ঘটনায় দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে, তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।

উল্লেখ্য, বিচারালয়ে জনগণের যাতে সুষ্ঠ বিচার পায়, তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এ জেড এম জাহিদ।

সর্বশেষ সংবাদ

আরও ৫টি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও ৫টি মামলায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ