spot_img

৬ মরদেহ পোড়ানোর মামলা: ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

অবশ্যই পরুন

গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুলসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

আজ বুধবার (১৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন।

এদিন সকালে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

প্রসিকিউশন জানায়, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন, জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কের মেয়র নির্বাচন: আবারও লড়াইয়ে অ্যান্ড্রু কুমো, সমর্থনে ইসরায়েলপন্থিরা

যৌন হয়রানির অভিযোগের মুখে পড়ে  এক দশক ধরে নিউইয়র্কের গভর্নরের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেন ২০২১ সালে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ