spot_img

মোহাম্মদপুরে কব্জি কাটা গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

অবশ্যই পরুন

‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপ ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‎সোমবার (১৪ জুলাই) সকালে তাদের মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন– কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য হানিফ হোসেন জয়, রুবেল হোসেন, কবির মিয়া ও সাকিব আহমেদ রানা।

‎সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, সোমবার সকালে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আমরা কব্জি কাটা আনোয়ার গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র সামুরাই ও বেশকিছু মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বিকেলে চারজনকে গ্রেফতার করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।

সর্বশেষ সংবাদ

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইল জেলার মির্জাপুর ক্যাডেট কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে। এ বছর ৪৬ জন পরীক্ষার্থীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ