spot_img

সংসদে নারীদের প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জোর তাগিদ আলী রীয়াজের

অবশ্যই পরুন

সংসদে নারীদের প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি জোর তাগিদ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১৩তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে কমিশন সহ-সভাপতি এ তাগিদ দেন।

এসময় তিনি এক বছর আগের ১৪ জুলাই দিনটিতে নারীদের অসামান্য অবদানের কথা স্বীকার করেন। বলেন, আজকের দিনটির বৈশিষ্ট্য নারীদের অগ্রগণ্য ভূমিকা ফ্যাসিবাদ নির্মূলে অগ্রণী ভূমিকা রেখেছে। আর তাই রাজনীতিতে, সংসদে, রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থায় প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য তার।

সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মনে করেন অধ্যাপক আলী রীয়াজ। সংসদে নারী আসন এবং দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট এই দুই গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিকে সামনে রেখে আজকের সংস্কার বিষয়ক আলোচনা হবে।

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ