spot_img

বার্সেলোনায় আরও দুই বছর থাকছেন শেজনি

অবশ্যই পরুন

বার্সেলোনার সাথে আরও দুই বছরের চুক্তি করলেন গোলরক্ষক ভয়চেক শেজনি। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত বার্সায় থাকবেন অবসর ভেঙে ফেরা এই পোলিশ গোলকিপার।

বার্সেলোনার নিয়মিত গোলক্ষক টের স্টেগেনের ইনজুরির কারণে গত মৌসুমে শেজনিকে দলে নেয় কাতালান ক্লাবটি। বার্সার ডাকে অবসর ভেঙ্গে ১ বছরের চুক্তিতে খেলায় ফেরেন এই গোলরক্ষক। গ্লাভস হাতে দুর্দান্ত পারফর্ম করে বার্সেলোনার ডাবল জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন শেজনি। প্রত্যাশিতভাবে ৩৫ বছর বয়সী পোলিশ খেলোয়াড়ের সাথে আরও দুই বছরের চুক্তি বাড়ালো বার্সেলোনা।

গত মৌসুমে বার্সাকে লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছেন শেজনি। ক্লাবটি বলেছে, অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে আগমনের পর দারুণ মৌসুমের জন্য এই চুক্তিটি তার জন্য পুরস্কার স্বরূপ।

শেজনির চুক্তি বাড়ানোয় বার্সেলোনায় এখন গোলকিপার রয়েছে চারজন। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, জার্মান কিপার টের স্টেগেনকে ছেড়ে দিতে পারে বার্সা।

সর্বশেষ সংবাদ

কোথায় যেন হারিয়ে গেছে সংস্কারের উদ্দীপনা: দেবপ্রিয় ভট্টাচার্য

সংস্কারের উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর জন্য কেউ কেউ...

এই বিভাগের অন্যান্য সংবাদ