spot_img

‘মুক্ত ফিলিস্তিন’ স্লোগানে শুরু হলো স্পেনের ‘সান ফার্মিন ফেস্টিভ্যাল’

অবশ্যই পরুন

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছে স্পেনের বাসিন্দারা। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো স্লোগানে উত্তাল হয়ে ওঠে স্পেনের পাম্পলোনা চত্ত্বর।

আর এই স্লোগানের পরপরই আতশবাজির মধ্যে দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী ‘সান ফার্মিন’ উৎসব।

এসময় পাম্পলোনা চত্ত্বরে জড়ো হন হাজারো উৎসবপ্রেমী। সাদা পোশাকের সঙ্গে লাল স্কার্ফ জড়িয়ে তারা অপেক্ষা করছিলেন প্রথম আতশবাজির জন্য।

এর আগে এক বিশাল পতাকা উত্তোলন করা হয় যেখানে লেখা ছিলো ইনডিপেনডেন্স। এক ফিলিস্তিনপন্থী কর্মী প্রথম আতশবাজিটি ছোড়েন।

দর্শনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড, ইংল্যান্ড এবং জার্মানি থেকে যাওয়া নাগরিকরা। ৮৭৫ মিটার পথজুড়ে গলার লাল স্কার্ফ পড়ে ছুটতে থাকেন এই অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষ। ষাঁড়ের ধাওয়া খেয়ে টিকে থাকাই যেনো তাদের মূল উদ্দেশ্য।

সর্বশেষ সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ

দুইশ রানও করতে পারলো না বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা অলআউট হয়েছে ১৮৬ রানে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ