আইসিসির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাঞ্জোগ গুপ্তা। আজ সোমবার (৭ জুলাই) থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আইসিসির সপ্তম সিইও হতে যাচ্ছেন তিনি।
আজ সোমবার (৭ জুলাই) তার নিয়োগ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘সাঞ্জোগ গুপ্তাকে আইসিসির সিইও হিসেবে ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। ক্রীড়া কৌশল এবং বাণিজ্যায়নে তার অভিজ্ঞতা আইসিসির জন্য অত্যন্ত মূল্যবান হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব ক্রীড়া ও মিডিয়া-এন্টারটেইনমেন্ট জগতে তার গভীর জ্ঞান, ক্রিকেটপ্রেমীদের দৃষ্টিভঙ্গি বোঝার আগ্রহ ও প্রযুক্তিপ্রীতি আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ক্রিকেটকে অলিম্পিকে নিয়মিত খেলার মর্যাদা দেওয়া এবং বিশ্বব্যাপী এর প্রসার ঘটানো।’
সাঞ্জোগ নিয়োগ পেয়েছেন জিওফ অ্যালারডাইসের রেখে যাওয়া পদে। অ্যালারডাইস ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক পদে কাজ করে প্রধান নির্বাহীর পদে বসেন। ৮ মাস ভারপ্রাপ্তর দায়িত্ব পালন করে ২০২১ সালের নভেম্বরে পান পূর্ণকালীন নিয়োগ। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দায়িত্ব থেকে সরে যান তিনি।