spot_img

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে অতিরিক্ত সময়ে হয়েছে তিন গোল।

ম্যাচের দশ মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ঠিক ১০ মিনিট পর ফ্রান গার্সিয়ার লক্ষ্যভেদ করা শটে স্কোর ২-০ করে আলোনসোর দল।

বিরতির পর পাল্টা আক্রমণে লড়াইয়ে ফেরার চেষ্টা করতে থাকে ডর্টমুন্ড। নির্ধারিত ৯০ মিনিটে ২-০ গোলেই এগিয়ে থাকে রিয়াল।

ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রুডিগারের ভুলে এক গোল শোধ করেন ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান। এর দুই মিনিট পরই ৩-১ গোলে এগিয়ে যায় গ্যালাক্টিকোরা। স্কোর শিটে নাম লেখান বদলি নামা কিলিয়ান এমবাপ্পে।

ইনজুরি টাইমের শেষ দিকে পেনাল্টি বক্সে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন। পেনাল্টি পায় ডর্টমুন্ড। স্পট কিক থেকে ব্যবধান ৩-২ করেন সেরহু। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও শেষ পর্যন্ত সেমিফাইনালে নাম লেখায় আলোনসো শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: তাহের

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ