spot_img

পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি, সৌদি আরবের কড়া নিন্দা

অবশ্যই পরুন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের ওপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তারা “এই ধরণের উসকানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ” জানাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন।

মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি নিজেদের আহ্বান পুনর্ব্যক্ত করে দেশটি।

সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন মন্তব্য করেন, ‘পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে।’ তার এই উস্কানিমূলক বক্তব্যের পরই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানাল।

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত এই অঞ্চলজুড়ে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সূত্র : আরব নিউজ

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ