spot_img

শুটিং সেটে আহত অভিনেত্রী আদাহ শর্মা

অবশ্যই পরুন

অ্যাকশন থ্রিলার ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া চলাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আঘাত এতটাই গুরুতর ছিল যে আদাহর নাকে চোট লাগে। তবে একজন পেশাদার অভিনেত্রীর মতো তিনি কাজ থামাননি এবং মহড়া চালিয়ে গেছেন।

আদাহ শর্মা এই বিষয়ে বলেন, “ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।” তিনি আরও যোগ করেন, “আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।”

আদাহ শর্মার বলিউডে অভিষেক ঘটে ‘১৯২০’ সিনেমা দিয়ে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। পরবর্তীতে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে তিনি দর্শকদের নজর কাড়েন এবং ছবিটি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়।

সর্বশেষ সংবাদ

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৯ সেপ্টেম্বর

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ