spot_img

কোনো স্বৈরাচার চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারে না: নাহিদ

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত বছর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছিল। তার পতন আমাদের মনে করিয়ে দেয়—কোনো স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না।

বুধবার (২ জুলাই) দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা জনগণ ও মানুষের অধিকারবিরোধী অবস্থানে থাকবে কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে এই বাংলায় বারবার গণঅভ্যুত্থান ঘটবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।

এ ছাড়াও, চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, কেউ যদি আমাদের ছাত্র ভাইদের ওপর হামলার চেষ্টা করে, তার ফল ভালো হবে না।

এর আগে, আজ বেলা ১১টায় রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উদ্দেশে গাড়িবহর রওনা হয়। পথে পথে তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে।

সর্বশেষ সংবাদ

ভাইরাল শাহরুখের পুরোনো মার্কশিট

বলিউডের কিং খান শাহরুখ খানের পড়াশোনার পুরোনো ফলাফল এখন নতুন করে তুলেছে আলোচনা। দিল্লির হংসরাজ কলেজে তার স্নাতক অধ্যয়নকালীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ