spot_img

অভিষেকে টস হারলেন মিরাজ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অবশ্যই পরুন

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিত আসালঙ্কা।তিন পেসার নিয়ে মাঠে নামবে তারা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রেমাদাসার বাইশ গজ স্পিনাররা উপভোগ করলেও শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা এর আগে জানিয়েছেন, এটা মূলত ব্যাটিংবান্ধব উইকেট।

শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।

এদিকে ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে। তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

সর্বশেষ সংবাদ

৫ রানে ৭ উইকেট খুইয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের

কলম্বোর মাঠে ৩০০ বলে ২৪৫ রান তাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে ছন্দে ছিল টাইগারা। কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ