ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে য়্যুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার করা একমাত্র গোলে শেষ আটে পা রাখে আলোনসোর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকে য়্যুভেন্টাস বেশ কিছু সুযোগ পেলেও পায়নি গোলের দেখা। তবে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে জাবি আলোনসোর দল।
গেমের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো লক্ষ্যে ছিল না। এভাবেই গোল শুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়তে থাকে রিয়াল। অবশেষে, ডেড লক ভাঙ্গেন গার্সিয়া। ম্যাচের ৫৪ মিনিটে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে এগিয়ে দেন রিয়ালকে। তবে সমতায় ফেরার বেশ কিছু সুযোগ হাতছাড়া করে য়্যুভেন্টাস।
শেষ দিকে মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টি আবেদন করে য়্যুভেন্তাস। কিন্তু রেফারির সাড়া না মেলায় হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়