spot_img

ইরান থেকে ফিরলেন ২৮ বাংলাদেশি

অবশ্যই পরুন

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাকিস্তান ও দুবাই হয়ে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ফিরে আসা যাত্রীদের মধ্যে একজন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। তিনি ভ্রমণ ও চিকিৎসার জন্য গত ৬ জুন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে গিয়েছিলেন। তাদের ১৩ জুন ফেরার কথা থাকলেও, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যাওয়ায় তারা তেহরানে আটকা পড়েন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আজ তারা দেশে ফিরতে সক্ষম হন।

সালেক আহমেদের সঙ্গে ফেরা অন্যরাও বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন। দেশে ফিরে তারা যুদ্ধের ভয়াবহ স্মৃতির কথা তুলে ধরেছেন এবং এ সময় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর পর থেকেই এই সংঘাত শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সর্বশেষ সংবাদ

আবারো থমথমে মধ্যপ্রাচ্য, রকেট হামলা ইরাকে

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও আবার পরিস্থিতি থমথমে হচ্ছে সময়ে সময়ে। উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ