ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপমানজনক ও হুমকিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে এই বক্তব্যকে ‘চরম অবমাননাকর ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেওয়া হয়।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়েছি—এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই এবং একে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি।’
শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, তিনি নাকি ইসরায়েল ও মার্কিন বাহিনীর খামেনিকে হত্যা পরিকল্পনা আটকে দিয়েছিলেন। এই বক্তব্যে ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই বক্তব্য কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং এটি জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকারেরও সুস্পষ্ট অপমান। এটি মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘যারা ইরান ও এর ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বকে অপমান করে, তারা মুসলিমদের চোখে নিজেদের আরও অপমানিত ও অগ্রহণযোগ্য করে তোলে।’
এদিকে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ মাকারেম শিরাজি রোববার রাতে এক ফতোয়া জারি করে বলেন, ‘যে কেউ সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দেয়, সে ইসলামের দৃষ্টিতে ‘‘আল্লাহর শত্রু’’ এবং তার বিরুদ্ধে সংগ্রাম করা ধর্মীয় কর্তব্য।’
সূত্র: মেহের নিউজ এজেন্সি