spot_img

কর্মস্থলে যোগ দিলেন কর্মকর্তা-কর্মচারীরা, রাজস্ব ভবনের পরিবেশ স্বাভাবিক

অবশ্যই পরুন

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব ভবন। সোমবার (৩০ জুন) সকাল থেকেই নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন কর, কাস্টমস ও ভ্যাটের কর্মকর্তা কর্মচারীরা।

এর আগে রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করায় এনবিআর ভবনে এই কর্মচাঞ্চল্য দেখা যায়।

কর্মচাঞ্চল্য ফিরে আসায় কর্মকর্তা-কর্মচারীসহ সব মহল সন্তোষ প্রকাশ করেছে।

গত শনিবার ও রোববার টানা দুইদিন কমপ্লিট শাটডাউন চলায় সারাদেশে স্থবির হয়ে পরে এনবিআর এবং সংশ্লিষ্ট সব অনুবিভাগের কার্যক্রম। একে আইনবহির্ভূত ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে কর্মস্থলে ফিরতে কঠোর নির্দেশ দেয় সরকার।

এরপর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল!

পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর। আজ বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ