এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব ভবন। সোমবার (৩০ জুন) সকাল থেকেই নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন কর, কাস্টমস ও ভ্যাটের কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করায় এনবিআর ভবনে এই কর্মচাঞ্চল্য দেখা যায়।
কর্মচাঞ্চল্য ফিরে আসায় কর্মকর্তা-কর্মচারীসহ সব মহল সন্তোষ প্রকাশ করেছে।
গত শনিবার ও রোববার টানা দুইদিন কমপ্লিট শাটডাউন চলায় সারাদেশে স্থবির হয়ে পরে এনবিআর এবং সংশ্লিষ্ট সব অনুবিভাগের কার্যক্রম। একে আইনবহির্ভূত ও রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী আখ্যা দিয়ে কর্মস্থলে ফিরতে কঠোর নির্দেশ দেয় সরকার।
এরপর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার।