spot_img

হাজারীবাগে পানির ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

অবশ্যই পরুন

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় সেখানে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)। এদের মধ্যে বেলাল হোসেনের শরীরে ১৭ শতাংশ, জিয়াউরের ৪ শতাংশ, শিশু ফারিয়ার ৫ শতাংশ এবং শিশু রাইফার শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে অনুমতি দেয়া হবে না: ট্রাম্প

যখন গাজায় সংঘাত ও পশ্চিম তীর দখল বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর প্রশাসনের কিছু সদস্য পশ্চিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ