ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের সমর্থনে ভাটা পড়েছে— বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। হার্ভার্ড/হ্যারিস পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ।
জরিপ অনুযায়ী, বিগত দুই বছরে ইসরায়েলের প্রতি সামগ্রিক মার্কিন সমর্থন ৮০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে ইসরায়েলবিরোধী মনোভাবও বেড়েছে — যেখানে ২১ শতাংশ আমেরিকান আগে ইসরায়েলের বিরোধিতা করতেন, সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে।
আরও বিস্ময়কর হলো হামাসের প্রতি সমর্থনের হারে উন্নতি। বর্তমানে প্রতি চারজন আমেরিকানের একজন — অর্থাৎ ২৫ শতাংশ — জানিয়েছেন, তারা ইসরায়েলের চেয়ে হামাসের প্রতি বেশি সহানুভূতিশীল। অথচ ২০২৪ সালের নভেম্বরে এই হার ছিল মাত্র ১৬ শতাংশ।
তরুণদের অবস্থান এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। ১৮ থেকে ২৪ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ৪৭ শতাংশ জানিয়েছেন, তারা ইসরায়েলের তুলনায় হামাসকে বেশি সমর্থন করেন। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যেও একই রকম প্রবণতা দেখা গেছে, যেখানে ৩৮ শতাংশ হামাসের পক্ষে অবস্থান নিয়েছেন।
এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে মার্কিন সমাজে মতামতের বড় ধরনের পরিবর্তন ঘটছে — বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে।
সূত্র- আল জাজিরা