বিশ্বজুড়ে এখন আলোচনায় সংঘাত কিংবা যুদ্ধ। একদিকে ইরানের ওপর নির্মমভাবে ইসরায়েলের হামলা, অন্যদিকে দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। বর্তমান বিশ্বে এ নিয়েই নানা আলোচনা-সমালোচনা। এ উত্তাল পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকার কর্মীসহ প্রায় সবাই উদ্বিগ্ন।
সংঘাত কিংবা যুদ্ধে বরাবরই শিশু ও নারীসহ নিরীহ নিরস্ত্র মানুষের মৃত্যু হয়। এমনকি যুদ্ধে অংশ নেয়া অস্ত্রসহ মানুষেরও মৃত্যু হয়। যা মানবিক দিক থেকে কখনোই কাম্য করে না মানবজাতি। এরপরও থেমে নেই সংঘাত-যুদ্ধ। এবার রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে নিহত হলেন ইউক্রেনের সাবেক খ্যাতিমান অভিনেতা ইউরি ফেলিপেনকো।
সম্প্রতি ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় সৈনিক হিসেবে যোগ দেয়া অভিনেতা ইউরি ফেলিপেনকো ফ্রন্ট লাইনে নিহত হয়েছেন। গত ১৫ জুন মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
অভিনেতা ইউরি ফেলিপেনকো ২০২৪ সালের এপ্রিলে ইউক্রেনের ৯২তম অ্যাসল্ট ব্রিগেডের অংশ অ্যাকিলিস স্ট্রাইক ড্রোন ব্যাটালিয়নে যোগ দিয়েছিলেন। নতুন ক্যারিয়ারে মাত্র একবছর অতিবাহিত হতেই মৃত্যু হলো তার।
সৈনিক হিসেবে যোগ দেয়ার আগে ২০২৪ সালের টেলিভিশন সিরিজ ‘এ প্রমিজ টু গড’-এ অভিনয় করেন ইউরি ফেলিপেনকো। সিরিজটিতে অনবদ্য অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেন তিনি। কিন্তু পরবর্তীতে তিনি সৈনিকে যোগ দেন।
অভিনেতার স্ত্রী ক্যাটেরিনা মোট্রিচ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ইউরি ফেলিপেনকোকে হত্যা করা হয়েছে। সে ছিল আমার পৃথিবী, আমার আত্মা, আমার আলো। এই ক্ষতি কাউকে বোঝানো অসম্ভব। আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি।
প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার থেকে অনেক অভিনেতা, শিল্পী ও লেখক নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন এবং বাকিরা বেসামরিক এলাকায় হামলায় নিহত হয়েছেন।