spot_img

ইরানে মার্কিন হামলা আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি: ইরাক

অবশ্যই পরুন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক। খবর সিনএন’র।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে ‘শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ হিসেবে বর্ণনা করেছে ইরাক সরকার। রোববার (২২ জুন) এক বিবৃতিতে সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি বলেন, এই উত্তেজনা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলছে।

তিনি সতর্ক করে বলেন, ক্রমাগত হামলা চলতে থাকলে তা বিপজ্জনক রূপ নিতে পারে, যার প্রভাব কেবল একটি দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরাক অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দেয় যে, যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ