spot_img

ইরানে মার্কিন হামলার পর বাড়তি সতর্কতা ইসরায়েলের

অবশ্যই পরুন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইসরায়েল রোববার দেশজুড়ে সতর্কতার মাত্রা বাড়িয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল জরুরি কার্যক্রমই চালু থাকবে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ‘দেশের সব এলাকাকে আংশিক ও সীমিত কার্যক্রম থেকে সরিয়ে অপরিহার্য কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল নিষিদ্ধ থাকবে, কেবল জরুরি খাতগুলো এর আওতামুক্ত থাকবে।’

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকির মুখে ইউরোপ: ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এখন সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ