spot_img

ইরানে মার্কিন হামলার প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব

অবশ্যই পরুন

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি জানান, এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি।

গুতেরেস বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর শক্তি প্রয়োগ আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এটি এমন একটি অঞ্চলে ভয়াবহ উত্তেজনার সূত্রপাত করেছে, যা আগে থেকেই অস্থিতিশীল অবস্থায় রয়েছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ— সাধারণ মানুষ, পুরো অঞ্চল এবং বিশ্বজুড়ে।’

মহাসচিব সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলুন। এই বিপজ্জনক সময়ে আমাদের দরকার উত্তেজনা হ্রাস, কোনোভাবেই বিশৃঙ্খলার পথে নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ কূটনীতি, আর একমাত্র আশার নাম শান্তি।’

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ