spot_img

নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন: মার্কিন সিনেটর

অবশ্যই পরুন

ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মার্কিন রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব বিস্তার নিয়েও পোস্টে অভিযোগ তুলে বলেন, নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন। তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়।

তিনি লেখেন, যদি ইসরায়েলের জনগণ ইরানের সাথে যুদ্ধ শুরু করার তার সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটা তাদের ব্যাপার এবং তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অবশ্যই এর অংশ হওয়া উচিত নয়।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের প্রতি তার ধৈর্য্য ইতোমধ্যেই ফুরিয়ে গেছে। এছাড়া তিনি বলেছেন, তার দেশ ইরানে হামলা চালাতেও পারে আবার নাও পারে।

শুধু তাই নয়, ইরানে হামলা চালানো নিয়ে মার্কিনিদের মধ্যেও শুরু হয়েছে মতভেদ। হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ