spot_img

ইরান কখনোই আপস করবে না: আয়াতুল্লাহ খামেনি

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, ইরান কখনই জায়নবাদীদের সাথে আপস করবে না।

পোস্টে বলা হয়েছে, ‘আমরা জায়নবাদীদের প্রতি কোনো রহম দেখাবো না। অন্য একটি পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হয়েছে’।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে, নাহলে হামলা আরও তীব্রতর হবে। এছাড়াও আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, দেশটির আকাশসীমা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর এটিই খামেনির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে তিনি (খামেনেই) কোথায় আছেন, কিন্তু তারা ‘তাকে হত্যা করবে না, অন্তত এখনই নয়’।

গত সপ্তাহে, ট্রাম্প খামেনিকে হত্যার একটি ইসরায়েলি পরিকল্পনা ভেটো দিয়েছেন। তবে, ভেটো দেয়া সত্ত্বেও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প বলে দাবি করেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

ইসরায়েল-ইরান যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে যায় তাহলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নিবে। এছাড়াও ইরানের সবচেয়ে গোপন ও মূল্যবান পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্র?

সর্বশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ