spot_img

ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাকরন

অবশ্যই পরুন

ইরান-ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

কানাডায় চলমান জি-সেভেন সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, তেহরান-তেলআবিব যুদ্ধবিরতি কার্যকর হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান-ইসরায়েলের সাথে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাকরন বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান; যা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। উভয় পক্ষের সব ধরনের আক্রমণ বন্ধ করা অত্যন্ত জরুরি।

সর্বশেষ সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, কমবে দায়িত্ব: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, বরং আমলাদের দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ