spot_img

টিউলিপ নির্দোষ হলে মন্ত্রিত্ব ছাড়লেন কেন, প্রশ্ন দুদক চেয়ারম্যানের

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক যদি নির্দোষই হয়ে থাকেন তবে তিনি সিটি মিনিস্টার পদ বা মন্ত্রিত্ব কেন ছাড়লেন? টিউলিপ নিজেকে নির্দোষ দাবি করলে, তার আইনজীবী দুদকে চিঠি লিখলেন কেন? তিনি মন্ত্রিত্বই বা ছাড়লেন কেন? জানতে চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (১৬ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব জিজ্ঞাসা তুলে ধরেন।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তিনটি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন। তিনি এ সম্পর্কে কিছু যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন।

আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমরা যখন তার কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হয়েছে। টিউলিপ এখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ, কখনো বাংলাদেশি বলছেন।

তিনি বলেন, টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। সঠিক ঠিকানায় তলবগুলো পাঠানো হচ্ছে। রাজউকের প্লট, গুলশানের প্লট বিতরণের অনিয়মসহ তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। তার আয়কর রিটার্ন ঘেটে দেখলাম, সেখানে তার স্বর্ণ ১০ ভরি থেকে হঠাৎ লাফ দিয়ে ৩০ ভরি হয়ে গেছে। দামে কোনো পরিবর্তন হয়নি। হতে পারে সেটা পরীক্ষা করার বিষয়। বাংলাদেশের আইনের বিধান অনুযায়ী টিউলিপকে আদালতে মোকাবিলা করতে হবে। আমরা তার আইনজীবীকে এটা জানিয়েছি।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির ভালো আছেন: ডা. তাহের

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এখন ভালো আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার (১৯...

এই বিভাগের অন্যান্য সংবাদ