spot_img

টিকা না নেওয়ায় চাকরি হারাচ্ছেন মার্কিন সেনারা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের যেসব সেনা সদস্য করোনা টিকার ডোজ প্রত্যাখ্যান করেছেন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) করোনা টিকা ফাইজার এন বায়োএনটেকের পূর্ণ অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সেনাবাহিনীর সব সক্রিয় সদস্যদের জন্য টিকার ডোজ নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেন।

আগস্টের শেষার্ধ থেকে প্রতিরক্ষামন্ত্রীর সেই আদেশ বাস্তবায়ন শুরু করেছে মার্কিন সেনাবাহিনী এবং যেসব সেনা সদস্য টিকার ডোজ না নেওয়ার পক্ষে বৈধ ও যৌক্তিক স্বাস্থ্যগত, ধর্মীয় ও প্রশাসনিক কারণ হাজির করবেন, তাদেরকে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে সেসময় জানিয়েছিল বাহিনী।

বুধবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সার্জন জেনারেল রেমন্ড স্কট ডিঙ্গেল জানান, সেনাবাহিনীর যেসব কমান্ডার, কমান্ড সার্জেন্ট, ফার্স্ট সার্জেন্ট ও কমান্ড সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এখন পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিজেদের নাম নথিভূক্ত করেননি এবং টিকা না নেওয়ার উপযুক্ত যৌক্তিক কারণ উপস্থাপনে ব্যর্থ হয়েছেন, তাদের প্রথমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও পরে চুড়ান্ত বরখাস্ত করা হবে।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও যেসব সেনা সদস্য টিকার ডোজ প্রত্যাখ্যান করেছেন এবং সেজন্য উপযুক্ত কারণ প্রদর্শণে ব্যর্থ হয়েছেন, তাদেরকে প্রথমে সাময়িক বরখাস্ত ও পরে চুড়ান্ত বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘এটি খেয়ালখুশির কোনো ব্যাপার নয়; বরং আমাদের সৈনিক, তাদের পরিবারের সদস্য এবং আমরা যারা সমাজে বসবাস করি, তাদের সবার জীবনমরণের প্রশ্ন। করোনার ডেল্টা ধরনের সামনে আমাদের সবার জীবন ঝুঁকিপূর্ণ।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৩ লাখ ৫৩ হাজার সেনা সদস্য এবং তাদের মধ্যে এ রোগে মৃত্যু হয়েছে ৪৫০ জনের।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

ইসরাইল-সৌদির কাছে অস্ত্র বিক্রি চান না ওকাসিও-কর্টেজ

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে সংশোধনী প্রস্তাব এনেছেন। এই প্রস্তাব পাস হলে যুক্তরাষ্ট্রের ইসরাইল ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ