spot_img

বক্স অফিস কাঁপাচ্ছে ‘হাউজফুল ৫’, মাত্র ৫ দিনেই রেকর্ড আয়

অবশ্যই পরুন

মুক্তির পর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত ‘হাউজফুল ৫’। গত শুক্রবার (৬ জুন) মুক্তি পায় এই সিনেমা। মাত্র ৫ দিনে ১০০ কোটির গণ্ডি পার করেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই পাঁচ দিনেই সিনেমাটি সালমান খানের ‘সিকান্দার’-এর লাইফটাইম কালেকশনের থেকেও বেশি আয় করেছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনে ২৪ কোটি রুপি দিয়ে খাতা খোলে। আয়ের গতি বেড়েছে এবং গত শনিবার ৩১ কোটি, রোববার ৩২.৫ কোটি আয় করে ছবিটি। সোমবার ব্যবসা কিছুটা হ্রাস পেয়েছে ঠিকই, তবুও ছবিটি ১৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে। আর মঙ্গলবার ‘হাউজফুল ৫’ আয় করেছে ১০.৭৫ কোটি রুপি। অর্থাৎ এই ৫ দিনে ‘হাউজফুল ৫’ এর মোট আয় দাঁড়িয়েছে ১১১.২৫ কোটিতে। আরও আশ্চর্যজনক বিষয় হলো, পাঁচ দিনে ছবিটি তার বাজেটের ৫০% আয় করে ফেলেছে।

এদিকে প্রায় মাস তিনেক আগে মুক্তি পাওয়া সালমান খানের ‘সিকান্দার’ খুব বেশি সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ১১০.১ কোটি রুপিতে। সেখানে মাত্র ৫ দিনেই এই আয় টপকে দিল অক্ষয়, অভিষেকদের ‘হাউজফুল ৫’।

হাউজফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা নিয়ে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন দর্শকরা। এর আগে ‘হাউজফুল ৪’ ব্যবসা করেছিল ৮৭.৭৮ কোটির। ‘হাউজফুল ৩’-এর সংগ্রহ ছিল ৬১.৫৩ কোটি । ‘হাউজফুল ২’ আয় করে ৪৬.২৩ কোটি। একই সময়ে ‘হাউজফুল ১’-এর ব্যবসা ছিল ৩৭ কোটি টাকা। এদিক থেকে দেখতে গেলেও, হাউজফুল ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভেঙে দিয়েছে ‘হাউজফুল ৫’।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ