spot_img

আলমাদার গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র আর্জেন্টিনার

অবশ্যই পরুন

আলমাদার গোলে হার এড়ালো আর্জেন্টিনা, দশ জনের দল নিয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়লো স্কালোনি শিষ্যরা।

আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস এইরেসে এদিন ম্যাচের ২৪ মিনিটে পালটা আক্রমণ থেকে লুইস দিয়াজের দারুণ এক গোলে লিড নেয় কলম্বিয়া। যদিও ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান এনজো ফার্নান্দেজ। তবে রেফারি অফসাইডের পতাকা দেখালে বাতিল হয় আর্জেন্টাইনদের গোল উৎসব। আক্রমন-পাল্টা আক্রমণে ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মেসিরা।

বিরতির পর গোল পেতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ৬৩ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। এরপর ৭০ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ।

দশ জনের দলে পরিণত হওয়ার পর ৭৭ মিনিটে মেসিকে উঠিয়ে নেন স্কালোনি। তবে এরপরই ৮১ মিনিটে দারুণ এক শটে দলকে সমতায় ফেরান থিয়াগো আলমাদা। এরপর আর কোনো গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ১-১ সমতায় মাঠে ছাড়ে দুই দল।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই...

এই বিভাগের অন্যান্য সংবাদ