spot_img

এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। এদিন দুপুর ১২টায় লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে এভিয়েশন খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এর আগে, প্রধান উপদেষ্টা দুপুর ১২টা ৩০ মিনিটে মেনজিস অ্যাভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিকেল ২টায় তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যা রাজনৈতিক ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা, টেকসই উন্নয়ন ও অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করা।

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়ে ফেললেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়-বালক লামিনে ইয়ামাল। জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত ফুটবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ