রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা বৃষ্টির কারণে বাড়ছে পানির স্তর। যে কারণে দেশের একমাত্র রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ। এ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বর্তমানে সচল হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, রাঙামাটি কাপ্তাই কর্ণফুলী কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে মোট ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার মধ্যে ১নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ২নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট, ৪নং ইউনিট থেকে ৪২ মেগাওয়াট ও ৫নং ইউনিট থেকে ৪৫ মেগাওয়াটসহ সর্বমোট ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় প্রতিদিন।
এছাড়া ৩নং ইউনিটটি আপাতত বন্ধ রয়েছে। এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে শুধু একটি ইউনিট চালু ছিল। কিন্তু বর্তমানে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাকি ৩টি ইউনিটও চালু করা সম্ভব হয়েছে। হ্রদে পানি এভাবে বৃদ্ধি পেতে থাকলে বাকি একটি ইউনিটও চালু করা সম্ভব হবে।
অন্য দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি আছে। ৯৫ দশমিক ৫৯ফুট (এমএসএল)। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ফুট (এমএসএল)।