spot_img

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহার পর ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৮ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারও বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে ঈদের পর ট্রেনে ভ্রমণরত যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাধ্যতামূলকভাবে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের সচেতনতা ও সহযোগিতাই পারে সংক্রমণ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে।

সর্বশেষ সংবাদ

মুসলিম বিশ্বে বাংলাদেশ-মরক্কোর নেতৃত্ব জোরদারের আহ্বান উপদেষ্টা আসিফের

মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী...

এই বিভাগের অন্যান্য সংবাদ