spot_img

ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলের হামলা, নিহত ৭৫

অবশ্যই পরুন

হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ঈদের দ্বিতীয় দিনেও বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ছয়জন শিশু আছে। ওই পরিবারটি বসবাস করতো গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী।

তিনি জানান, শনিবারের হামলায় ৮৫ জন ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার যারা নিহত হয়েছেন, তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন।

গাজা সিটির বাসিন্দা হামেদ কেহিল আল জাজিরাকে জানিয়েছেন, বিগত বছরের ঈদে এ সময় আমরা সকালে উঠে নিজেদের এবং শিশুদের নতুন পোশাকে সাজিয়ে আত্মীয়-বন্ধু ও পরিজনদের সঙ্গে দেখা করতে যেতাম। আর এবার আমরা আমাদের শিশু ও স্বজনদের মরদেহ বহন করছি। শুক্রবার (৬ জুন) ভোরে আমাদের ঘুম ভেঙে গেছে হামলা, ধ্বংস আর আর্তনাদের শব্দে।

গাজা সিটির অপর বাসিন্দা হাসান আলখোর আল জাজিরাকে জানিয়েছেন, গত প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনী যা যা করেছে, সেজন্য যেন নেতানিয়াহু (ইসরায়েলের প্রধানমন্ত্রী)-কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়। এর আগে ঈদের দিনও দিনভর গাজার বিভিন্ন এলাকায় গোলা ছুড়েছে ইসরায়েলের বাহিনী। এই হামলায় মারা গেছে ৪২ জন।

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে না, তাদের সদিচ্ছা বড় করে দেখা উচিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে, তাদের সদিচ্ছা এবং প্রক্রিয়াকে বড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ