spot_img

১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসির

অবশ্যই পরুন

ঈদুল আজহায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এবার বর্জ্য অপসারণে ১০ হাজার কর্মী ও প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসির প্রশাসক শাজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদের জামাত, হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ঈদের দিন বিকেল থেকেই বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা হবে। ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। বর্জ্য অপসারণে ১০ হাজার কর্মী ও প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন সংস্থা থেকেও গাড়ি নেয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোথাও কোনও ময়লা জমে থাকলে বাসিন্দারা হটলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে। হটলাইন ও কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান তিনি।

পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি গরুর হাটের ব্যবস্থাপনায় কমিটি রয়েছে। হাটগুলোতে প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট রয়েছে। পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা হাটের নিরাপত্তায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ