spot_img

রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া

অবশ্যই পরুন

রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৫ জুন) এ ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর।

এদিন কিম মস্কোর সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই সোইগুর সাথে পিয়ংইয়ংয়ে বৈঠক করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি বৈঠকের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

এ সময় সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেন ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এছাড়াও, বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

আবারো থমথমে মধ্যপ্রাচ্য, রকেট হামলা ইরাকে

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও আবার পরিস্থিতি থমথমে হচ্ছে সময়ে সময়ে। উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ