spot_img

রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া

অবশ্যই পরুন

রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৫ জুন) এ ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর।

এদিন কিম মস্কোর সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই সোইগুর সাথে পিয়ংইয়ংয়ে বৈঠক করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটি বৈঠকের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

এ সময় সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেন ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়াকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। এছাড়াও, বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ