spot_img

ফ্রেন্স ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচ

অবশ্যই পরুন

আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফ্রেন্স ওপেনের সেমিফাইনালে উঠেছে নোভাক জকোভিচ। শুক্রবার সেমিতে শীর্ষ বাছাই সিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

বৃহস্পতিবার (৫ মে) রোল্যান্ড গারোসে প্রথম সেটে হেরে যান জকোভিচ। রাশিয়ান জেরেভ জয় তুলে নেন ৬-৪ গেমে।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ান জকো। এবার ৬-৩ গেমের দাপুটে জয় তুলে নেন।

তৃতীয় সেটে আরও বেশি আধিপত্য দেখান জকোভিচ। এবার ৬-২ গেমের জয় তুলে লিড নেন এই সার্বিয়ান সুপারস্টার।

চতুর্থ সেটে লড়াই হয়েছে জোকোভিচ ও জেরেভের। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয় তুলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেন জকো। আগামীকাল সেমিফাইনালে শীর্ষ বাছাই শিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

সর্বশেষ সংবাদ

গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ