spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনারের সারাহ কুক। বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলে সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগ এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, চলতি সপ্তাহে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। শিগগিরই তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বাংলাদেশের সামুদ্রিক গবেষণা প্রচেষ্টাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও বিশেষ করে প্রশিক্ষণে দেশটির গবেষকদের সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

প্রসঙ্গত, আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল আরেক ইউরোপীয় দেশ

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ