spot_img

ঢাকায় আসলেন শমিত সোম

অবশ্যই পরুন

বাংলাদেশের হয়ে খেলতে, দেশে এসেছেন শমিত সোম। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এই মিডফিল্ডার।

হামজা চৌধুরীর পর বাংলাদেশের অনুশীলন মাতাতে শুরু করেছেন ফাহমেদুল ইসলামও। এবার হাজির শমিত সোম! অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটা দিকে আলাদা। এই মিডফিল্ডারই প্রথম বাংলাদেশি ফুটবলার, যিনি খেলেছেন কানাডা ন্যাশনাল টিমের হয়ে।

কানাডা জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচও খেলেছিলেন শমিত। এরপর সিদ্ধান্ত বদল; আর নয় কানাডা, খেলবেন নিজ দেশ বাংলাদেশের হয়ে।

গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

জাতীয় স্টেডিয়ামেই আগামী ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। এর আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি...

এই বিভাগের অন্যান্য সংবাদ