spot_img

ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথেউস কুনহাকে দলে টানলো ম্যানচেস্টার ইউনাইটেড

অবশ্যই পরুন

ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথেউস কুনহা’কে দলে টেনে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন থেকে ম্যানইউ’তে নাম লেখান এই ফুটবলার।

রোববার (১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গারডিয়ান’র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, দুই ক্লাবই নিশ্চিত করেছে দলবদলের বিষয়টি। রিলিজ ক্লজ মিটিয়ে কুনহা’কে দলে নিয়েছে রেড ডেভিলস। সেই অঙ্কটি প্রায় ৬ কোটি ২৫ লাখ পাউন্ড। পাশাপাশি চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এর আগে, সব প্রতিযোগিতা মিলিয়ে উলভারহ্যাম্পটনের হয়ে ৯২ ম্যাচে ৩৩ গোল করেন কুনহা। সেই সাথে নামের পাশে অ্যাসিস্টের সংখ্যা ১৫টি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শক্তি বাড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ