spot_img

মে মাসে দেশে রেমিটেন্স এসেছে ২৯৭ কোটি ডলার

অবশ্যই পরুন

মে মাসে দেশে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মে মাসের প্রথম ১১ দিনে ৯২ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে। সেই হিসেবে পরের ২০ দিনে ২২০ কোটি ডলার দেশে এসেছে।

গত এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এরপর থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে পুনরায় বড় ধরণের হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ