spot_img

গাঁটছড়া বাঁধছেন রিঙ্কু সিং, পাত্রী লোকসভার এমপি

অবশ্যই পরুন

সদ্যই শেষ হয়েছে আইপিএল। তবে ভারতের ঘরোয়া ক্রিকেটের মৌসুম এখনও শেষ হয়নি। এর মাঝেই ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাগদানের খবর প্রকাশ্যে এলো। পাত্রীর নাম প্রিয়া সরোজ। সমাজবাদী পার্টির রাজনীতিতে যুক্ত প্রিয়া ভারতের বর্তমান লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।

একাধিক ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৮ জুন লাখনৌয়ের একটি সাত তারকা হোটেলে এই যুগলের বাগদান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সবশেষ লোকসভা নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে এমপি নির্বাচিত হন প্রিয়া। নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন তিনি।

রিঙ্কুর হবু শ্বশুর ও প্রিয়ার বাবা তুফানি সরোজও রাজনীতিবিদ। উত্তরপ্রদেশ বিধানসভায় যিনি এমএলএ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনবার লোকসভা সদস্যও ছিলেন তিনি।

অপরদিকে, রিঙ্কু প্রথম আলোচনায় এসেছিলেন ২০২৩ সালের আইপিএলে ইয়াশ দয়ালকে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে। ভারতের টি-টোয়েন্টি দলে এখন নিয়মিত মুখ রিঙ্কু।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ