spot_img

সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এনসিপির বৈঠক

অবশ্যই পরুন

ঢাকায় অবস্থিত সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেন এর রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডারস্টম, নরওয়ে এর রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্ক দূতাবাস এর ডেপুটি হেড অফ মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন।

এনসিপি’র পক্ষ থেকে দলটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

এর আগে, গত ২৮ মে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কু‌কের স‌ঙ্গে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সাক্ষাৎ করে‌ন। হাইক‌মিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই সাক্ষাৎ করেন।

সর্বশেষ সংবাদ

ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: মাহমুদ আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলের চলমান এই যুদ্ধ কার্যক্রম আসলে গণহত্যা ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ