spot_img

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ ঘোষণা করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে এবং সংবেদনশীল বিষয়ে পড়ুয়ারা তাদের নিশানায় আছে।

এছাড়া, চীন ও হংকং থেকে ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই-বাছাই জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মানদণ্ডেও পরিবর্তন আনবে।

দূতাবাসগুলোতে পাঠানো এক চিঠিতে মার্কো রুবিও বলেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিবিসিএ খবর অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে অন্তত দুই লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। এই পদক্ষেপ মার্কিন মুলুকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুম। এখন অপেক্ষা নতুন মৌসুমের। এর মধ্যেই শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা। কেউ...

এই বিভাগের অন্যান্য সংবাদ