spot_img

বিস্ফোরক মামলায় আরও ৮৭ জনের জামিন শুনানি শেষ

অবশ্যই পরুন

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৮৭ জন তৎকালীন বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ হয়েছে। তবে এ মামলার আদেশ পরে দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কেরাণীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুনানিটি শুরু হয়। শুনানি শেষে মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর জায়েদী আহসান হাবিবের সাক্ষ্যের ওপর অবশিষ্ট জেরা ও অবসরপ্রাপ্ত মেজর ইসতিয়াক আহমেদ খানের সাক্ষ্যগ্রহণ চলছে।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাভোগ সম্পন্ন ও খালাসপ্রাপ্তদের জন্য জামিনের আবেদন করা হয়েছে।

এখন পর্যন্ত এই মামলায় ২১৮ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ২৮৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ

পুতিনের চোখে চোখ রেখে আলোচনা করবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পর্যাপ্ত কৌশল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট...

এই বিভাগের অন্যান্য সংবাদ