spot_img

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অবশ্যই পরুন

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দু’দল।

আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। অপরদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: সালমান আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সর্বশেষ সংবাদ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ