এবারের বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে মজুদকৃত খাদ্যের পরিমান ১৫ লাখ টন, যা গত বছরের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। এবারের ১৪ লাখ টন চাল ও সাড়ে ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
তিনি আরও বলেন, ৫০ লাখ পরিবার বছরের পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাচ্ছে। আগামী অর্থবছরে এর পরিমান বাড়িয়ে দেয়া হবে। ৬ মাসে ৫৫ লাখ পরিবারকে চাল দেয়া হবে বলেও জানান তিনি।