spot_img

এবারের বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে: খাদ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

এবারের বোরো সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলতি মৌসুমে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ নিয়ে সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে মজুদকৃত খাদ্যের পরিমান ১৫ লাখ টন, যা গত বছরের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। এবারের ১৪ লাখ টন চাল ও সাড়ে ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি আরও বলেন, ৫০ লাখ পরিবার বছরের পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাচ্ছে। আগামী অর্থবছরে এর পরিমান বাড়িয়ে দেয়া হবে। ৬ মাসে ৫৫ লাখ পরিবারকে চাল দেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ