বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি। দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের জন্য কথা বলি—সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি, এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আদালতের রায় কার্যকরের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবেন। নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবেন।
তিনি আরও বলেন, অন্যথায়, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুনের কথা আমরা ভুলতে বসেছি। দেশের মানুষ আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে।
তিনি আরও বলেন, আইনের শাসন এখন হুমকির মুখে, আদালতের রায় কার্যকর হয় না। যেন আর কখনও ফ্যাসিবাদ ও নব্য স্বৈরাচারের উদ্ভব না ঘটে—আমরা তেমন একটি রাষ্ট্র চাই।