spot_img

মাত্র ৯ কোটি বাজেটের ছবির আয় ১৩৬ কোটি? কী আছে ‘প্রেমালু’-তে?

অবশ্যই পরুন

মালয়ালম রোমান্টিক ঘরানার ছবি ‘প্রেমালু’। গত বছর মুক্তি পায় এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে এই মালয়ালম রোমান্টিক ছবিটি।

এ সময়ের তরুণদের সম্পর্ক ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এ সিনেমাটির পরিচালক গিরিশ এডি। রোমান্টিক ছবিটির বাজেট ছিল মাত্র ৯ কোটি রুপি। সেই ছবির আয় দেখতে দেখতে ১৩৬ কোটি রুপি ছাড়ায়।

সাদামাটা একটি গল্প হলেও মালয়ালম শিক্ষার্থীদের হৃদয় ছুঁয়ে গেছে রোমান্টিক গল্পটি। বেশির ভাগ তরুণ দর্শকই সিনেমার সঙ্গে নিজেদের যুক্ত করতে পেরেছেন।

‘প্রেমালু’ একটি প্রাণবন্ত রোমান্টিক কমেডি, যেখানে অভিনেতার সাচিন (নাসলেন কে. গাফুর) নামের এক তরুণ তার ভবিষ্যৎ ক্যারিয়ার এবং ভালোবাসার সন্ধানে বেঙ্গালুরু পাড়ি দেয়। সেখানে সে মিলিত হয় রেবেকার (মমিতা বাইজু) সঙ্গে ধীরে ধীরে প্রেমে পড়ে। তবে সাচিনের এই প্রেমযাত্রা সহজ নয়, কারণ এতে রয়েছে মজার সব জটিলতা, বন্ধুত্বের খুনসুটি এবং স্বপ্নের পেছনে দৌড়ানোর অনুপ্রেরণা।

‘প্রেমালু’ মূলত বর্তমান প্রজন্মের জীবনের জটিলতা ও তাদের প্রেমের অনুভূতিকে সহজ-সরল এবং কমেডির মোড়কে তুলে ধরেছে। এই ছবিটি মালয়ালম ছবির অন্যতম সেরা রোমান্টিক কমেডি হিসেবে ধরা যায়। ছবির চিত্রনাট্য সহজবোধ্য, সংলাপগুলো প্রাসঙ্গিক এবং হাস্যরস বেশ পরিমিত মাত্রায় রয়েছে।

‘প্রেমালু’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী মামিতা বাইজু। ছবিতে ‘রেণু’ নামে এক তরুণীর চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মামিতা। যেখানে অভিনেতা ছিলেন নাসলেন কে. গাফুর। এছাড়াও ছিলেন শ্যাম মোহন এম, সুদী শেঠি প্রমুখ।

সর্বশেষ সংবাদ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ