spot_img

আমের পর বাংলাদেশ থেকে চামড়া আমদানির আগ্রহ চীনের

অবশ্যই পরুন

আম রপ্তানির মাধ্যমে বাণিজ্য বাড়বে ও বাংলাদেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে সহায়ক হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্যদিকে চীন বাংলাদেশ থেকে চামড়া আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (২৭ মে) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব জানান তারা। এসময় রাষ্ট্রদূত বলেন, আম রপ্তানির কারণে অর্থনৈতিক দিক থেকেও দুই দেশ লাভবান হবে। এটি বাংলাদেশের সাথে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। বৃহৎ বাণিজ্যর দ্বার খুলছে দুই দেশে। বাংলাদেশের পণ্য চীন বাজারজাত করলে দুই দেশই উপকৃত হবে আর্থিক দিক থেকে। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর একটি নতুন সুযোগ তৈরি হলো।

এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, চায়নায় বাণিজ্য ঘাটতি মেটাতে প্রথমবারের মতো চায়নায় শুল্ক মুক্ত ভাবে এই আম রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে চামড়া আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চায়না।

সর্বশেষ সংবাদ

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ